পরবর্তী ফিল্ম থেকে সরে দাঁড়ালেন আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও। যৌন নির্যাতন নিয়ে মি -টু আন্দোলনের জেরে তাঁদের এই সিদ্ধান্ত। টুইটারে আমির বুধবার জানিয়েছেন, তাঁর প্রোডাকশন কোম্পানি যৌন হয়রানি এবং নির্যাতন কখনই সহ্য করবে না। ঠাগস অফ হিন্দোস্তানের পর গুলশন কুমারের জীবনী নিয়ে ফিল্মে আমির প্রযোজনা করছেন বলে জানিয়েছিলেন। ওই ফিল্মটির পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে ২০১৪ সালে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
যদিও আমির কারও নাম করেননি, তবু ধরে নেওয়া যায় তিনি সুভাষের কথাই বলতে চেয়েছেন। আমির লিখেছেন, দু সপ্তাহ আগে তিনি জানতে পারেন ওই ঘটনা। সেটি এখন বিচারাধীন। এর তদন্ত তাঁর কোম্পানি করতে পারে না, সেটা পুলিশ আর বিচারবিভাগের কাজ। তবে এই অভিযোগের পর তাঁরা ওই ফিল্মটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
Be the first to comment