মিজোরামের ১৫ বছরের জেরেমি লালরিননুঙ্গার পর যুব অলিম্পিকে সোনা জিতলেন শ্যুটার সৌরভ চৌধুরী। সোমবার ৬২ কিলো ক্যাটাগরিতে সোনা জেতেন জেরেমি। বুধবার আর্জন্টিনার বুয়েনাস এয়ার্সে ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন সৌরভ। এর আগে এশিয়ান গেমস এবং জুনিয়র আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন মীরাটের শ্যুটার সৌরভ। এই যুব অলিম্পিকেই প্রথম ভারতীয় মহিলা হিসেবে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে নজির গড়েছেন শ্যুটার মানু ভাকের। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জেতেন মেহুলি ঘোষ।
Be the first to comment