“ভারতের প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত”- মোদীকে সরাসরি আক্রমণ করলেন রাহুল গান্ধী

Spread the love
যত ভোট এগিয়ে আসছে, ততই যেন ঝাঁঝ বাড়াচ্ছেন রাহুল গান্ধী। এর আগে বলেছিলেন ‘নরেন্দ্র মোদী চোরদের চৌকিদার।’ আর বৃহস্পতিবারের দুপুরে নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সভাপতি সরাসরি তির ছুড়ে দিলেন মোদীর দিকে। এত দিন বলছিলেন ঘুরিয়ে। আজ একেবারের সরাসরি। বললেন, “ভারতের প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত। আমি আবার বলছি, ভারতের প্রধানমন্ত্রী এক জন দুর্নীতিগ্রস্ত মানুষ।”
রাফায়েল কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকার, এবং বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান রাহুল। তাঁর কথায়, “রাফায়েল নিয়ে ব্যাপক দুর্নীতি করেছে সরকার। অনিল আম্বানিকে বরাত পাইয়ে দিতে প্রধানমন্ত্রী নিজেই সেই দুর্নীতির কাণ্ডারি।”
রাফায়েল নিয়ে প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি ওঁল্যাদের মন্তব্যের পর থেকেই জাতীয় রাজনীতি সরগরম। এর মধ্যেই রাফায়েল কেনার চুক্তিপত্রের বয়ান নিয়ে শুরু হয় চাপান-উতোর। তাতে নাকি লেখা ছিল, অনিল আম্বানির সংস্থাকে বরাত ‘দিতেই হবে।’ যদিও নির্মাতা সংস্থা দাসো বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা নিজেদের সিদ্ধান্তেই বেছে নিয়েছিল অনিল আম্বানির সংস্থাকে। তাতে যদিও উত্তেজনা কমেনি। রাহুল এ দিন বলেন, “যে প্রধানমন্ত্রী এখন দুর্নীতিতে ডুবে গেছেন, তিনিই ক্ষমতায় আসার আগে দুর্নীতি নিয়ে গলা তুলে কথা বলেছিলেন।”
শুধু মোদী নন। সনিয়া-পুত্রের নিশানায় এ দিন ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনও। প্রসঙ্গত, বুধবারই ফ্রান্স সফরে গেছেন নির্মলা। রাহুল এ দিন বলেন, “হঠাৎ কী এমন দরকার পড়ল যে প্রতিরক্ষামন্ত্রীকে ফ্রান্সে উড়ে যেতে হলো? আবার তিনি পরিদর্শনে যাবেন দাসোর দফতরেই।” কংগ্রেস সভাপতির আরও সংযোজন, “উনি আসলে গেছেন যৌথ বয়ান বানাতে। যাতে একসঙ্গে, এক সুরে মিথ্যে কথা বলতে পারেন।” রাহুল গান্ধী আরও বলেন, “রাফায়েল শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। কারণ এর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*