উনিশের ভোট আসছে। তার আগে গুজরাত দাঙ্গার ভূত ফের মাথা তুলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে! গুজরাত দাঙ্গার নেপথ্যে কোনও বৃহত্তর ষড়যন্ত্রে নরেন্দ্র মোদী লিপ্ত ছিলেন না বলে অনেক আগেই ক্লিনচিট দিয়েছিলেন স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। পরবর্তী কালে গত বছর আমদাবাদ হাইকোর্টও এসআইটি-র ওই রিপোর্টকেই মেনে নেয়।
কিন্তু প্রথমে এসআইটি ও পরে উচ্চ আদালতের এই রায় মানতে চাননি গুজরাতে দাঙ্গা পীড়িতদের অনেকেই। ২০০২ সালে গুজরাত দাঙ্গায় আমদাবাদের গুলবার্গ সোসাইটিতে ৬৯ জন মারা গিয়েছিলেন। তার মধ্যে ছিলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ এহসান জাফ্রি। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে তাঁর বিধবা স্ত্রী জাকিয়া জাফ্রি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, গুজরাতের মুখ্যমন্ত্রী পদে থেকে নরেন্দ্র মোদীই দাঙ্গার ষড়যন্ত্র করেছিলেন।
জাকিয়া জাফ্রির ওই পিটিশনের ভিত্তিতে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হবে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে গোটা মামলাটির প্রথম থেকে শুনানি হবে নাকি জাকিয়া জ্রাফির আবেদনের যৌক্তিকতা বিচার করে দেখা হবে তা পরিষ্কার নয়।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, যেহেতু মামলাটি বিচারাধীন, তাই এ ব্যাপারে কোনও মন্তব্য করা উচিত নয়। তবে যতদূর গুজরাত দাঙ্গার প্রশ্ন, নরেন্দ্র মোদীর যে ওই ঘটনার সঙ্গে কোনও যোগ ছিল না তা আগেই প্রমাণিত হয়েছে।
তবে এ ব্যাপারে এখনও সংযত প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। দলের মুখপাত্ররা বলেন, সোমবার সর্বোচ্চ আদালত কী বলে আগে দেখা যাক।
পরে ঘরোয়া আলোচনায় কংগ্রেস নেতারা বলেন, ব্যাপারটা খুবই স্পর্শকাতর। এ ব্যাপারে কোনও মন্তব্য করলে মোদী এবং অমিত শাহ সেটাকেই হাতিয়ার করে উগ্র হিন্দুত্বের রাজনীতিতে নেমে পড়বে। এবং বিজেপি চায় যে এ ধরনের বিষয় নিয়ে রাজনৈতিক স্তরে এবং প্রকাশ্যে আলোচনা হোক। যত আলোচনা হবে তত ওদের বিভাজনের বিষ ছড়াতে সুবিধা হবে।
Be the first to comment