আলোর শহর চন্দননগর। এবছর জগদ্ধাত্রী পুজোয় অত্যাধুনিক থ্রিডি প্রযুক্তির আলো মাতাচ্ছে এলাকা। সঙ্গে আছে থিমের চমক। আজ মহাষষ্ঠী। সকাল থেকেই চন্দননগরে ভিড় জামাতে শুরু করেছেন দর্শনার্থীরা। বরাবরই বিখ্যাত চন্দননগরের আলোকসজ্জা। তবে, যুগের সঙ্গে পাল্লা দিয়ে সেখানেও এখন থিমের রমরমা। কোথাও জাড়োয়া, তো কোথাও লোকশিল্প নজর কাড়ছে দর্শকদের। তবে, চন্দননগরে প্রতিমা কিন্তু এখনও সম্পূর্ণ সাবেকি। ষষ্ঠীর সকালে বিভিন্ন মণ্ডপে পুজোর আয়োজন করা হয়। তারই মধ্যে চলে প্রতিমা দর্শন।
পুজোর প্রথমদিনই রাস্তায় পুলিসি নিরাপত্তা চোখে পড়ার মতো। দর্শনার্থীদের সুবিধার্থে ষষ্ঠীর দুপুর তিনটে থেকেই চন্দননগরের বিভিন্ন রাস্তা নোএন্ট্রি করা হচ্ছে। তবে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় মূল আকর্ষণ বরাবরই সেখানকার আলোকসজ্জা। এবছর অত্যাধুনিক থ্রিডি প্রযুক্তির আলোয় সেজেছে এলাকা। আলোকশিল্পী বাবু পালের মতে, নতুন নতুন আলোর সৃষ্টি হয় চন্দননগরেই। শিশুদের মনোরঞ্জনের জন্য আলোর খেলায় থাকছে পি সি সরকার, হ্যামিলটনের বাঁশিওয়ালা থেকে আলাদিনের আশ্চর্য প্রদীপ। ভিড় এড়াতে ষষ্ঠীর সকাল থেকেই মণ্ডপমুখী আট থেকে আশি।
Be the first to comment