বাংলা নামে টালবাহানা করছে কেন্দ্র। ঘটনায় ক্ষুব্ধ হয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নাম বদলে বাংলা। কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠায় রাজ্য। এতদিনেও নাম বদল হল না কেন? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন ফেসবুক পোস্টে তিনি বলেন স্বাধীনতার পর থেকে বেশ কয়েকটি রাজ্য ও শহরের নাম বদল করা হয়েছে ৷ যেমন পন্ডিচেরি বদলে করা হয় পুদুচেরি, উড়িষ্যা বদলে করা হয় ওড়িশা, মাদ্রাস বদলে হয় চেন্নাই, বম্বে হয়ে যায় মুম্বই, বেঙ্গালর হয়ে গিয়েছে বেঙ্গালুরু ৷ স্থানীয় ভাষাকে গুরুত্ব দিয়ে এই বদল একদম সঠিক ছিল ৷ কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্র কেন এত দেরি হচ্ছে ? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী ৷
Be the first to comment