পুলিস কনস্টেবল অসীম দাম খুনে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর আদালত। ২০১২ সালের ৮ মার্চ দোলের দিন ভাগ্নীর শ্লীলতাহানির প্রতিবাদ করে খুন হন অসীম দাম। লোহার রড, ভোজালি, হকি স্টিক দিয়ে তাঁকে পিটিয়ে খুন করা হয়।
ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদেরই বুধবার দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার রায় দেবেন বিচারক তাপসকুমার মিত্র। যদিও এখনও অধরা আরও ১।
Be the first to comment