কাশ্মীরের দাবি থেকে সরে আসার জন্য ইমরান খানকে পরামর্শ আফ্রিদির, সরব ক্রিকেট মহল; পড়ুন!

Spread the love
কাশ্মীরের দাবি থেকে সরে আসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি । লন্ডনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পাকিস্তানের কাশ্মীর দরকার নেই। আমাদের সরকার চারটি প্রদেশই সামলাতে পারে না, কাশ্মীর নিয়ে কী করবে?
কাশ্মীরে জঙ্গিদের হাতে বহু মানুষের মৃত্যু নিয়েও মন্তব্য করেন আফ্রিদি । তাঁর কথায়, কাশ্মীরে মানুষ মারা যাচ্ছেন। তা খুবই দুঃখজনক । তার চেয়ে পাকিস্তান বলুক, আমাদের কাশ্মীর চাই না । ভারতকেও কাশ্মীর দেওয়ার দরকার নেই । কাশ্মীর বরং স্বাধীন দেশ হোক । সেখানে বহু মানুষ নিহত হচ্ছেন। এমন হওয়া উচিত নয় । মানুষকে এভাবে মরতে দেখলে দুঃখ হয়। মানবতার স্বার্থে এত মৃত্যু বন্ধ হওয়া দরকার ।
এর আগেও কাশ্মীর নিয়ে মন্তব্য করেছেন আফ্রিদি । বছরের শুরুতে তিনি টুইট করেন, ভারত অধিকৃত কাশ্মীরে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। একটি অত্যাচারী সরকার নিরীহ মানুষকে গুলি করে মারছে। স্বাধিকার ও স্বাধীনতার দাবি চাপা দেওয়ার জন্যই অত লোককে মারা হচ্ছে । আমার আশ্চর্য লাগে, রাষ্ট্রসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংগঠন এখনও চুপ কেন? তারা এই রক্তপাত থামাতে উদ্যোগ নিচ্ছে না কেন?
আফ্রিদি যাই বলুন, ভারত মনে করে, জঙ্গিদের মদত দিয়ে কাশ্মীরে গোলমাল পাকিয়ে রেখেছে পাকিস্তান । স্বাধীনতা বা স্বশাসনের দাবি তুলেছে মূলত জঙ্গি ও তাদের সমর্থকরাই । পাকিস্তানে ঘাঁটি বানিয়ে রয়েছে লস্কর ই তৈবা এবং জয়েশ ই মহম্মদের মতো সংগঠন । পাকিস্তানে রয়েছেন জামাত উদ দাওয়ার প্রধান হাফিজ সইদ । তাঁকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ । আমেরিকা থেকেও একাধিকবার পাকিস্তানকে বলা হয়েছে, তারা যেন দেশের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দেয় ।
আফ্রিদির ভারতবিরোধী মন্তব্যের নিন্দা করেছেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শচীন তেন্ডুলকর, কপিল দেব, বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও ক্রিকেটার সুরেশ রায়না । আফ্রিদি যেভাবে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ কথাটি ব্যবহার করেছেন, তাতেই আপত্তি জানিয়েছেন সবাই । শচীন বলেছেন, আমাদের কী করা উচিত, তা নিয়ে বাইরের কেউ যেন বলতে না আসে । বিরাট কোহলি বলেছেন, একজন ভারতীয় হিসাবে আমি সেই কাজই করব যাতে দেশের সবচেয়ে ভালো হয় । যদি কোনও কিছু দেশের স্বার্থের বিপক্ষে যায়, আমি নিশ্চয় সমর্থন করব না। রায়না বলেছেন, আফ্রিদির উচিত পাকিস্তানের সেনাবাহিনীকে বলা, তারা যেন সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করে । কপিল দেব বলেছেন, আফ্রিদির কথায় গুরুত্ব দেওয়ারই দরকার নেই ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*