বুধবার নবান্ন সভাঘরে বিশ্ববাংলা শারদ সম্মানে পুরষ্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুরষ্কার ঘোষণা হয়েছিলো এবছর দুর্গা পুজোর ষষ্ঠীর দিন। মূলত ক্লাব কর্তারাই হাজির ছিলেন এদিন। মুখ্যমন্ত্রী ক্লাবের সদস্যদের তথা বাংলার সকলকে বলেন, এই বাংলায় অনাহারে বা না খেয়ে কেউ মারা যাননি। এখানে চিকিৎসার অভাবেও কেউ মারা যান না। আমরা সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা এবং প্রত্যেককে ২টাকা কেজি দরে চাল দেওয়ার ব্যবস্থা করেছি। এখন ধার মেটাতে ৪৮ হাজার কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্প নিচ্ছি। সবুশ্রী থেকে সমব্যাথি; একটার পর একটা প্রকল্পের সুফল সম্পর্কে তিনি এই অনুষ্ঠানে বলেন।
এই অনুষ্ঠানেই বারুইপুরের সংশোধনাগারের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী বলেন, আলিপুরকে আমরা একটু অন্যরকাম সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। আলিপুর তথা সারা কলকাতাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে তৈরি করতে উদ্যোগী এই সরকার। ৭ হাজার কোটি টাকা বরাদ্দও হয়েছে এই নতুন প্রকল্পে। যাতে আরও বেশী মানুষের শহরে থাকার জায়গা হয়, সেব্যাপারেও তারা পরিকল্পনা নিচ্ছেন। ঝাড়গ্রাম পুলিশ লাইনেরও ভবনের এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়া বারাসাত থানার নবনির্মিত ভবন এবং নরেন্দ্রপুরেও একটি নতুন থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে তিনি যেমন দক্ষিণেশ্বর স্কাইওয়াকের প্রশংসা করেন, তেমনই পানের পিক ফেলে এসব জায়গাকে যারা নষ্ট করছেন তার তীব্র নিন্দা করেন। বলেন অনেকে হিংসা করে এখানে ওখানে থুতু ফেলেন ও পানের পিক ফেলেন। নাম না করে বিজেপিকে উদ্দেশ্য করে বলেন এই আপনাদের স্বচ্ছ ভারত? ক্লাবগুকিকেও এব্যাপারে সজাগ হতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে।
বিজেপি তথা মোদীর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন ওরা দাঙ্গা বাঁধাবে আমি মেটাবো? ওরা আগুন জবালাবে আর আমি নেভাব? কেন্দ্রের হাতে এক্সটারনাল অ্যাফেয়ার্স, হোম, ফিনান্স এরকম ৪টে দফতর ছাড়া অন্য কোনোরকম দফতর থাকা উচিত নয় বলে তিনি মনে করেন। এটাই ফেডেরাল স্ট্রাকচার। অনুষ্ঠান শেষের পর মুখ্যমন্ত্রী এদিন পুজো কমিটির সদস্যদের নবান্ন দেখে যেতে বলেন। তাদের সামনে বলেন আমরা ৩ মাসে কীভাবে নবান্ন তৈরি করেছিলাম তা ভাবা যায় না। অন্য জায়গায় গেলে টাইম নষ্ট হয়। আপনারা এসেছেন তাই নবান্ন ধন্য হল। দুর্গা পুজো জাতীয় উৎসব।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ সুব্রত বক্সি, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, সাংসদ ডেরেক ওব্রায়েন, মন্ত্রী অরূপ রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা ছাড়াও জয় গোস্বামী, নৃসিংহ প্রসাদ ভাদুড়ির মতো সনামধন্য ব্যক্তিত্বরা।
এবার একনজরে দেখে নিন কারা কোন বিভাগে পুরষ্কার পেলেন-
Be the first to comment