আর কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়; পড়ুন বিস্তারিত!

Spread the love

তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গাজা ৷ কুদ্দালোর এবং নাগাপাত্তিনামের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়বে ঝড় ৷ ঘূর্ণিঝড়ের জেরে বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই, তিরুঅনন্তপুরমে এবং হায়দরাবাদ প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে ৷

এদিকে ঘূর্ণিঝড়ের তীব্রতা এতটাই থাকবে যে তামিলনাড়ুতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷ বৃহস্পতিবার ভোর থেকেই তামিলনাড়ু এবং পুদুচেরির বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে ৷ আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড় ৷ এর সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷

জানা গিয়েছে, প্রথমে অন্ধ্রপ্রদেশে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা ছিল ৷ কিন্তু আচমকা সেটি তামিলনাড়ুর দিকে ঘুরে গিয়েছে ৷ আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল বা রাতে কুদ্দালোর এবং নাগাপাত্তিনামের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়বে এই ঝড় ৷ এর জেরে তামিলনাড়ুতে ৯ এবং পুদুচেরিতে ২ এনডিআরএফ-এর টিমকে অ্যালার্ট রাখা হয়েছে ৷ প্রশাসনকেও সতর্ক করা হয়েছে ৷

ইতিমধ্যেই ৩০,৫০০ জন উদ্ধারকারী কর্মীকে সতর্ক থাকার ঘোষণা করা হয়েছে ৷ বেশ কয়েকটি এলাকায় স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে বৃহস্পতিবার। বন্দরগুলিতে লাগাতার নজর রাখা হয়েছে ৷ বিভিন্ন জেলায় প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রাখারও নির্দেশ দেওয়া হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*