ছত্তীসগড়ের মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি সহ বিজেপিকে তুলোধনা করলেন রাহুল গান্ধী; পড়ুন!

Spread the love

দ্বিতীয় দফার আগে বুধবার ছত্তীসগড়ের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপিকে তুলোধনা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷  তিনি বলেন, ‘রমন সিং সরকার একগলা দুর্নীতিতে ডুবে ৷ আর মোদিজি ছত্তীসগড় সরকারের দুর্নীতি নিয়ে একটা শব্দও ব্যয় করছেন না ৷ সরকারের দুর্নাীতির জন্যই এই রাজ্যের মানুষ ভুগছে ৷’

এদিকে ছত্তীসগড়ে কংগ্রেস ক্ষমতায় এলে জনতার সরকার গড়া হবে বলেও দাবি করেন রাহুল ৷ বুধবার কোরবার জনসভায় রাহুল বলেন, ‘জল, জঙ্গল, খনি ও খনিজের বিপুল সমৃদ্ধিতে একটা সময় ছত্তীসগড় ছিল দেশের অন্যতম ধনী রাজ্যগুলির একটি ৷ কিন্ত‌ু এ রাজ্যের মানুষ এখনও গরিবির সঙ্গে লড়ে যাচ্ছেন, শুধুমাত্র বিজেপি সরকারের ভুল নীতির জন্য ৷’

এছাড়াও রাহুল আরও বলেন, ছত্তীসগড়ের সঙ্গে গান্ধি পরিবারের সম্পর্ক রাজনীতির নয়, ভালোবাসার ৷ আদিবাসী এলাকায় শিল্প গড়ার জন্য জমি নেওয়া হয়েছিল ৷ কিন্তু ইউনিট তৈরি না হওয়ায় সেই জমি ফেরত দিয়ে দেওয়া হয় ৷ রাহুল বলেন, ‘এই রাজ্যে জনতার সরকার গড়বে কংগ্রেস ৷ কৃষক, ছোট ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত করা হবে ৷ একই সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যুবক-যুবতীদের ৷’ রাহুলের কথায়, ‘আমি রাজনীতি করি গরিব, কৃষক ও যুবকদের অধিকার রক্ষার জন্য ৷ এদের বিকিয়ে ১০-১৫ জন শিল্পপতিকে প্রোটেকশন দেব না ৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*