কলকাতা পুলিশের কনস্টেবল অসীম দামকে পিটিয়ে মারায় ঘটনায় দোষী সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। উল্লেখ্য, বুধবারই ব্যারাকপুর আদালতে দোষী সাব্যস্ত হয় সাত অভিযুক্ত বাট্টু মজুমদার, কুন্তল চক্রবর্তী, অভিজিৎ ঘোষ, বিশ্বজিত ঘোষ, তপন চন্দ, প্রসেনজিত দত্ত ও দেবু মুখার্জি। আরেক অভিযুক্ত জব্বর ঘোষ এখনও পলাতক।
Be the first to comment