মধ্যপ্রদেশে ৫৩ জনকে বহিষ্কার করলো বিজেপি, কেন জানেন? পড়ুন!

Spread the love

বিদ্রোহে জেরবার বিজেপি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও মনোনয়নপত্র না তোলায় মধ্যপ্রদেশে ৫৩ জনকে বহিষ্কার করেছে তারা। বহুভাবে তাদের বোঝানোর পরও তাঁরা ছিলেন অনড়। কিন্তু তাতে কোনও ফল না হওয়ায় বুধবার রাতে তাঁদের সবাইকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে আছেন প্রাক্ন মন্ত্রী রামকৃষ্ণ কুসামিয়া এবং কে এল আগরওয়াল।

এছাড়াও বহিষ্কৃতদের মধ্যে আছেন তিন প্রাক্তন বিধায়ক ও একজন প্রাক্তন মেয়রও। কংগ্রেসও তাদের প্রাক্তন বিধায়ক জেভিয়ার মেদাকে দল থেকে বহিষ্কার করেছে। বিজেপি বেশি চিন্তিত অর্থমন্ত্রী জয়ন্ত মালাইয়ার দামো আসন নিয়ে। সেখানে রামকৃষ্ণ কুসমিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। মধ্যপ্রদেশের পাশাপাশি রাজস্থানেও বিজেপিতে বিদ্রোহ অব্যাহত। সে রাজ্যে দলের রাজ্যসভার সাংসদ হরিশচন্দ্র মিনা বুধবারই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*