রিপোর্টার- সুভাষ মজুমদার
হুগলীর আরামবাগ ব্লকে মহা সাড়ম্বরে ৬৫ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করলো হুগলী জেলা সমবায় ইউনিয়ন ও আরামবাগ ব্লক সমবায় সমিতি ইউনিয়ন। এদিন অনুষ্ঠানের পতাকা উত্তোলন করেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।
এদিন সাংসদ অপরূপা পোদ্দার তার বক্তব্যে সমবায় নিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কো-অপাটিভের অন্যতম কর্তা আশিস চক্রবর্তী, জাঙ্গিপাড়ার বিধায়ক তথা জেলা সমবায়ের নেতা স্নেহাশিস চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহেবুব রহমান। সভার সভাপতিত্ব করেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী,পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া প্রমুখ ৷
Be the first to comment