ত্রুপ্তি বলেন, “বিক্ষোভের কারণে বিমানবন্দর থেকে বেরোতে পারছি না। পুলিশ আমাদের নিরাপত্তা দিচ্ছে। আপাতত অপেক্ষা করতে বলেছে। সকাল থেকে ৩-৪টি ট্যাক্সি বুক করার চেষ্টা করছি। কিন্তু, কেউ আমাদের সবরীমালা মন্দির নিয়ে যেতে চাইছে না। সবরীমালা মন্দিরে না গিয়ে আমরাও কেরালা ছাড়বে না।” এদিকে মহিলাদের শুধু বিমানবন্দরে আটকে দেওয়াই নয়, স্থানীয় হোটেলে হোটেলে গিয়ে ঋতুমতী বয়সের মহিলাদের আশ্রয় দিতেও বারণ করে দিয়েছেন আয়াপ্পা ভক্তরা।
Be the first to comment