এবার পিক ফেললে নিজেকেই সাফ করতে হবে; পড়ুন!

Spread the love
প্রতীকী ছবি,
স্কাইওয়াকের পর এবার কলঙ্কের দাগ বিশ্ববাংলা গেট চত্বরে। উদ্বোধনের আগেই পান বা গুটখার পিকে রাঙল ওই এলাকা। পথচারীদের একাংশের এমন বেআক্কেলে কাণ্ড বন্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।
 উল্লেখ্য, উদ্বোধনের রেশ কাটার আগেই পান ও গুটখার পিকে রঙিন হয়ে উঠেছিল দক্ষিণেশ্বরের স্কাইওয়াক। তাতে তীব্র বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবার সেই কলঙ্কের দাগ কলকাতার গর্বের প্রতীক বিশ্ববাংলা গেট চত্বরেও। উদ্বোধনের আগেই, গেটের নীচের লন, পার্কিংয়ের রাস্তা যেন ভরে গিয়েছে কালচে-লাল ছোপে।
বৃহস্পতিবার, গেট পরিদর্শনে যান নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও হিডকোর কর্তারা। এমন ঝকঝকে জায়গার করুণ পরিণতি দেখে হতবাক তাঁরা। নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের ভাষায়, ” পিক ফেললে নিজেকে সাফ করতে হবে, এই ব্যবস্থা হচ্ছে!
 সাফসুতরো জায়গা নোংরা করার বদভ্যাস বন্ধ করতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। যত্রতত্র পান, গুটখার পিক। শহরের নানা জায়গা এমনভাবে নিত্যদিন লাল। লজ্জায় লাল কলকাতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*