জঙ্গলমহলে শুভেন্দু অধিকারীর মাথা চেয়ে মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইনডোরে দলের সাধারণ পরিষদের বর্ধিত বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “বলছে শুভেন্দু অধিকারীর মুণ্ডু চাই। আগে নিজেদের মুণ্ডু বাঁচা।”
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থেকে মাওবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছিল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। তার ৪৮ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের মুরাকাঠার জঙ্গলে মাওবাদী পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়ার পাশাপাশি সাদা কাগজে লাল আলতায় লেখা টিপিক্যাল সেই মাওবাদী পোস্টারে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি হুমকি দেওয়া হয় তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকেও।
প্রসঙ্গত, বাংলার মসনদে পালা বদলের পরই মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিয়েছিলেন পাহাড় এবং জঙ্গলমহলকে শান্ত করবেন। পর্যবেক্ষকদের অনেকেই বলেন তা করেও দেখিয়েছেন মমতা। এক দিকে প্রশাসন দিয়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান, অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফেরারনোর উদ্যোগ সেই সঙ্গে মানুষের উন্নয়নে নানান প্রকল্প চালু। সমান্তরাল ভাবে এই কর্মসূচি গ্রহণের পর জঙ্গলমহল আপাতত শান্তই। কিন্তু ইদানীং তারা যে আবার হারানো জমি ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে বারবার তার প্রমাণ মিলছে।
Be the first to comment