খাস কলকাতায় খোঁজ মিললো ভেজাল দুধের কারবারের; পড়ুন বিস্তারিত!

Spread the love
প্রথমে প্লাস্টিকের ডিম, তারপর নকল ঘি। এ বার খাস কলকাতায় খোঁজ মিললো ভেজাল দুধের কারবারের।
সূত্রের খবর, শুক্রবার সকালে বৈঠকখানা রোডের একটি বাড়িতে হানা দেয় মুচিপাড়া থানার পুলিশ। সেখানেই ভেজাল দুধ চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩ জন ধরা পড়ে পুলিশের জালে। পুলিশ সূত্রে খবর, সেখান থেকে নাকি দুধ ভেজাল করার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ৯ টি ক্যানে ৩২১ লিটার দুধ, ৫ কেজি কেমিক্যাল পাউডার, ২২ কেজি অ্যারারুট এবং ১১ কেজি গুঁড়ো দুধ উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে দুধ ভেজাল করারও কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে সেখান থেকে। এই সব সরঞ্জাম ব্যবহার করেই ধৃতরা দুধ ভেজাল করত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিভিন্ন খাটাল থেকে গোয়ালারা বড় বড় ক্যানে করে দুধ নিয়ে যেত বৈঠকখানা বাজারের ১৫৭ নম্বর বাড়িতে। তারপর এখান থেকে দুধ নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। এই কার্যকলাপ দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরাই খবর দেন পুলিশে। তারপর পুলিশ এসে শুক্রবার পর্দাফাঁস করে এই চক্রের।
পুলিশ সূত্রে খবর, ধৃতেরা সবাই বিহারের বাসিন্দা। এই ১৫৭ নম্বর বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে থাকত তারা। এখান থেকেই জালের কারবার তারা করত বলে অনুমান পুলিশের। এই ঘটনার তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ।
তবে এই ভেজাল দুধের চক্রের হদিশ মেলার পর নিজেদের ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, দুধ প্রধানত বাচ্চা ও বয়স্ক লোকেরা খায়। অজান্তেই বিষ গিয়ে মিশছে তাদের শরীরে। এলাকার চায়ের দোকানদাররাও চিন্তিত। তাঁদের বক্তব্য, এর ফলে তাঁদের ব্যবসা মার খেতে পারে। একটা চক্র ধরা পড়লেও গোটা শহর জুড়ে তাদের জাল ছড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, গোটা শহর জুড়েই তল্লাশি করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*