ত্রিপুরার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের কনভয়ে ‘হামলা’ হয় শুক্রবার সন্ধেবেলা। ত্রিপুরার বিশালগড়ে দলীয় একটি সভায় যাওয়ার সময় হামলা হয় বলে অভিযোগ। কনভয়ের মধ্যে থাকা সিপিএম নেতা নারায়ণ চৌধুরীর গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয় দুষ্কৃতীরা। তবে মানিকবাবুর কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।
এই ঘটনায় সিপিএম অভিযোগের আঙুল তুলেছে বিজেপি-র দিকে। সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, “বিজেপি এবং আরএসএস-এর বাহিনীই মানিক সরকারের কনভয়ে হামলা চালিয়েছে। সরকারে আসার পর থেকেই গণতান্ত্রিক সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। মিটিং, মিছিল করা তো দূরের কথা, ওদের বিরুদ্ধে মুখ খুললেই মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে। আমরা এই হামলার বিরুদ্ধে রাস্তায় নামব।”
যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি-র এক মুখপাত্র বলেন, “আসলে মানিকবাবুদের উপর মানুষের যে ক্ষোভ জমে রয়েছে, এটা তারই বহিঃপ্রকাশ। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।”
গত ফেব্রুয়ারিতেই বিধানসভা ভোট হয় ত্রিপুরায়। ব্যাপক আসন নিয়ে লাল দুর্গ উড়িয়ে দিয়ে গেরুয়া ঝড় বইয়ে দেয় বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। এরপর থেকে সাংগঠনিক ক্ষেত্রে খানিকটা অসুবিধের মধ্যেই পড়তে মানিক সরকারদের। দলের বিভিন্ন স্তরের সম্মেলনও প্রকাশ্যে করতে পারেনি সিপিএম। ভোটের কারণে না হওয়া রাজ্য সম্মেলনও কবে করবে তা এখনও ঠিক হয়নি। এ বিষয়ে আগামীকাল, রবিবার ত্রিপুরা রাজ্য কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। থাকার কথা দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি-সহ একাধিক পলিটব্যুরো সদস্যদের।
Be the first to comment