সাতসকালেই দুর্ঘটনা কর্ণাটকের হুবলিতে। এদিন ৬৩ নম্বর জাতীয় সড়কে একটি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। মৃত্যু হয় ছ’জন বাসযাত্রীর। আহত হন ১০ জনের বেশি।
বাসটি কোথা থেকে আসছিল, গন্তব্যই বা কোথায় ছিল জানা যায়নি । যতদূর মনে করা হচ্ছে, কুয়াশায় চালকরা ঠিকমতো দেখতে পাননি সামনে অন্য গাড়ি আছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। সম্ভবত তাঁরা স্থানীয় মানুষ। দুর্ঘটনার ছবিতে দেখা যাচ্ছে, বাসটি পড়ে আছে রাস্তার ধারে। সামনের কাচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সম্ভবত বাসের ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।
Be the first to comment