ডিভাইডারে ধাক্কা মারলো স্কুল বাস, গুরুতর আহত ১২ জন ছাত্র; পড়ুন!

Spread the love
শনিবার সাত সকালেই বিপত্তি ঘটল নয়ডায়। ছাত্রদেরে স্কুলে নিয়ে যাওয়ার সময় একটি বেসরকারি স্কুল বাস ধাক্কা মারে ডিভাইডারে। দুমড়ে যায় বাসের সামনে অংশ। অন্তত ১২ জন ছাত্র আহত হয়েছে এই দুর্ঘটনায়।
বাসের চালক এবং কন্ডাক্টরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। বেশ কয়েক জন ছাত্রকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়ায় হলেও, কয়েকজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
ব্যস্ততম রাস্তায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাসটিতে মোট ৩০ জনের বেশি ছাত্র ছিল। বাকিরা সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। দুর্ঘটনা ঠিক কী কারণে তা জানা যায়নি। অনেকের মতে, সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার কারণে দৃষ্যমানতা কম থাকে দিল্লি এবং লাগোয়া এই এলাকায়।  হতে পারে সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। নয়ডার এক পুলিশ কর্তা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচল ব্যহত হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*