প্রয়াত অ্যালেক পদমসি

Spread the love

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় বিজ্ঞাপন জগতের প্রাণপুরুষ অ্যালেক পদমসি ৷ বয়স হয়েছিল নব্বই বছর ৷ মুম্বইয়ের হাসপাতালে বেশ কয়েকদিন ধরে চিকিৎসা চলছিল ৷  শিল্পজগতে তিনি ‘অ্যাড গুরু’ হিসেবেই পরিচিত ৷

তবে অ্যালেক পদমসিকে শুধু বিজ্ঞাপন দিয়ে বিচার করা ঠিক হবে না ৷ ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গান্ধি’তে মহম্মদে আলি জিন্নার ভূমিকায় তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে রয়ে গিয়েছে ৷ অ্যালেক পদমসি মানেই লিরিল গার্ল, চেরি ব্লসম শু পলিশের চার্লি চ্যাপলিন অ্যাড, সার্ফের সেই ললিতাজি ক্যাম্পেন, হামারা বাজাজের মতো মনে থেকে যাওয়া সব বিজ্ঞাপন। ভারতীয় বিজ্ঞাপন জগতে ব্র্যান্ড ভ্যালু তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। যে আমুলের বিজ্ঞাপন আজও সাড়া ফেলে গোটা দেশে, সেই আমুলের বিজ্ঞাপনে সমসাময়িক বিষয় ব্যবহার করা শুরু করেছিলেন তিনিই।

শিল্প ও সংস্কৃতি জগতে তাঁর অবদানের জন্য ২০০০ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। ২০১২ সালে পেয়েছিলেন সঙ্গীত নাটক অ্যাকাডেমির ‘টেগোর রত্ন’ পুরস্কার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*