রাজস্থানে বিধানসভা ভোটের প্রচার থেকে নিজেকে কিছুটা গুটিয়েই রেখেছেন প্রধানমন্ত্রী মোদী; পড়ুন!

Spread the love
রাজস্থানে বিধানসভা ভোটের প্রচার থেকে নিজেকে কিছুটা গুটিয়েই রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকের মতে, সম্ভবত মরু রাজ্যে সমূহ বিপর্যয়ের আশঙ্কা করছেন মোদী-শাহ জুটি। বিজেপি-র আত্মবিশ্বাসে আরও ধাক্কা দিতে শনিবার বারবেলায় মাস্টার স্ট্রোক দিলেন রাহুল গান্ধী। প্রাক্তন বিদেশমন্ত্রী যশবন্ত সিংহের ছেলে তথা বিজেপি-র প্রাক্তন সাংসদ মানবেন্দ্র সিংহকে প্রার্থী করে দিলেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে।
বাজপেয়ী মন্ত্রিসভার অন্যতম মুখ ছিলেন যশোবন্ত। এক সময়ে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে ভোটেও জিতেছিলেন। পরে চোদ্দর ভোটে মোদী-অমিত শাহদের সঙ্গে বনিবনার অভাবে রাজস্থানের বাড়মেঢ় থেকে নির্দল হিসাবে লড়েছিলেন যশোবন্ত। এবং তখন থেকেই বিজেপি-র সঙ্গে চার দশকের সম্পর্ক ছিন্ন হয়ে যায় যশোবন্তের। পরে বাথরুমে পড়ে চোট পেয়ে কোমায় চলে যান যশোবন্ত। বাড়মেঢ়ের শেও বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তাঁর ছেলে মানবেন্দ্র।
কিন্তু বিজেপি-র বিরুদ্ধে অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল তাঁরও। তাঁর বক্তব্য, দল তাঁর বাবার সঙ্গে দুর্ব্যবহার করেছে। এ হেন মানবেন্দ্রকে কদিন আগে কংগ্রেসে নিয়ে আসেন রাহুল গান্ধী। তার পর শনিবার দুপুরে রাজস্থানের যে প্রার্থী তালিকা কংগ্রেস প্রকাশ করে তাতে দেখা যায়, ঝালোয়ার জেলার ঝালরাপাটন বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে মানবেন্দ্রকে। ওই বিধানসভা আসনে ২০০৩ সাল থেকে জিতছেন বসুন্ধরা।
কংগ্রেস শীর্ষ সূত্রে বলা হচ্ছে, বসুন্ধরার উপর মানুষ এতটাই ক্ষুব্ধ যে এ বার ভোটে ইন্দ্রপতন ঘটে যেতেই পারে। মানবেন্দ্র বসুন্ধরার মতোই রাজপুত। ঝালরাপাটনে তাই সেয়ানে সেয়ানে লড়াই হবে। বসুন্ধরাকেও অনেকটা সময় দিতে হবে নিজের বিধানসভা কেন্দ্রে। শেষ পর্যন্ত যদি বসুন্ধরা পরাস্ত হন তা হলে মরুরাজ্যে মোক্ষম ধাক্কা খেয়ে যাবে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*