‘কিফ’-এর সমাপ্তিতে ডোনা ট্রুপের অপূর্ব পরিবেশন

Spread the love

রিপোর্টার- পিয়ালি আচার্য

ছবি- প্রশান্ত দাস

এবছর বাংলা চলচ্চিত্রের ১০০ বছর। তাই ২৪তম চলচ্চিত্র উৎসবে বাংলা চলচ্চিত্রকে দেওয়া হয়েছে বিশেষ স্থান। সমাপ্তির দিনেও বাংলা সিনেমার ১০০ বছর উপলক্ষে এক নৃত্যানুষ্ঠান আয়োজিত হয়। বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি ও তার ড্যান্স ট্রুপ (দীক্ষা মঞ্জরী) অসাধারণ নিবেদনে মুগ্ধ করে দেয় সমবেত দর্শকদের। তাঁদের নৃত্যের বিষয়বস্তুও ছিল বাংলা সিনেমার ১০০ বছর। কাননবালা থেকে কিশোর কুমার, উত্তম কুমার থেকে প্রসেনজিৎ বাংলা চলচ্চিত্রের বিভিন্ন অধ্যায়ের কালজয়ী গানের সঙ্গে অপূর্ব নৃত্য ভাবনা ডোনার। আর তাতে সফল  রূপদান করেছেন তার ছাত্র-ছাত্রীরা।

কন্যা সানা যেমন নিজস্ব মুনসিয়ানায় দর্শকদের মনে দাগ কেটেছেন, তেমনই অনান্যরাও প্রাণ ঢেলে নৃত্য পরিবেশন করে বুঝিয়ে দিয়েছেন টিমওয়ার্ক কাকে বলে। প্রনাম তোমায় ঘনশ্যাম থেকে শুরু করে, রূপং দেহি জয়ং দেহি, শিং নেই তবু নাম তার সিংহ, আমাদের ছুটি ছুটি, ভূতের রাজা দিলো বর, যারে যা উড়ে যা পাখি, কে প্রথম কাছে এসেছি, নিশি রাত বাঁকা চাঁদ, এই পথ যদি না শেষ হয়, আমি যে জলসাঘরে, মিলন হবে কতদিনে, কলকাতা তুমিও হেঁটে দেখো, আমার  ব্যোমকেশ বক্সির বাড়ি প্রভৃতি গানে শিল্পীদের পারফর্মেন্স দর্শকদের মন ছুঁয়ে যায়।

চলচ্চিত্রের ১০০ বছরের ইতিহাস এই প্রতিশ্রুতিমান নৃত্যশিল্পীদের পরিবেশনায় অত্যন্ত উপভোগ্য হয়ে ওঠে। একটি কথা উল্লেখ না করলে এই প্রতিবেদনটি অসম্পূর্ণ থেকে যায়। তা হলো এই নাচের ট্রুপের প্রধান ডোনা গাঙ্গুলি ওডিসি গুরু কেলুচরণ মহাপাত্রের সুযোগ্য ছাত্রী। কিন্তু এদিনের পরিবেশনায় পারফর্মার ডোনাকে আমারা পেয়েছি খুব কম সময়ে। তবে টিম লিডার বা শিক্ষিকা হিসাবেও তিনি যে যথেষ্ট উল্লেখের দাবি রাখেন তা এদিনের পরিবেশনাই বুঝিয়ে দেয়।

দেখুন –

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*