উপত্যকায় আবারও উদ্ধার হলো অপহৃত যুবকের ছিন্নভিন্ন দেহ

Spread the love

পুলওয়ামায় গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধার হওয়ার পর কেটে গিয়েছে ৪৮ ঘন্টা । আর এই ৪৮ ঘন্টা পরেই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান থেকে নলি কাটা অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। আরও দুজনের সঙ্গে তাঁকে অপহরণ করেছিল আতঙ্কবাদীরা। যুবকের নাম হুজায়েফ কুট্টায়। জানা গিয়েছে, হুজাইফের সঙ্গে শাহিদ গণাই ও ফারুক ঠোকরকে অপহরণ করে জঙ্গিরা । শায়িদপোরা পাইন গ্রামের একটি বেকারি থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। হার্মেইন গ্রামের একটি জঙ্গলে হুজাইফের রক্তাক্ত দেহ আবিষ্কার করে পুলিশ। মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে ও ঘটনার তদন্ত করছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে পুলাওয়ামা জেলায় নাদিম মঞ্জুর দার নামক এক কিশোরের গুলিবিদ্ধ দেহ আবিষ্কার করেছিল পুলিশ। সোপিয়ানের সাফানগরি থেকে নাদিমকে অপহরণ করেছিল জঙ্গিরা।

ঘটনার নিন্দা করে ট্যুইট করেছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা । এই ধরনের বর্বরতার কোনও স্থান সমাজে নেই ও এই ধরনের কাজ কোনও যুক্তিতেই সমর্থনযোগ্য নয়, জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*