জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটল পাঞ্জাবের অমৃতসরে, মৃত ৩

Spread the love

রবিবার জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটল পাঞ্জাবের অমৃতসরে।

পুলিশ সূত্রে খবর, অমৃতসরের কাছে আদলিওয়াল গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সময় গ্রামের গুরুদ্বারে নিরঙ্কারী সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় মোটর সাইকেলে করে দুই যুবক সেখানে আসে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তারা এসে গুলি চালানো শুরু করে ও গ্রেনেড ফাটায়। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে জমায়েতের উপর দুটি গ্রেনেড ফাটিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

এই হামলায় তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় ১২ জন আহত হয়েছেন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ।

বর্ডার রেঞ্জের আইজি এসপিএস পারমার জানিয়েছেন, ” একটি ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতে গ্রেনেড ছোঁড়ার ঘটনা ঘটেছে। খবর পেয়েই পুলিশ সেখানে গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেছে। শোনা যাচ্ছে একটি মোটর সাইকেলে করে আততায়ীরা এসেছিল। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*