পর্ণশ্রী স্টেট গ্যারেজ পেরিয়ে মিনিট তিনেক এগোলেই জিঞ্জিরাবাজার ! জনবহূল এলাকা! সেখানেই আজ সকালে আচমকা ধসে যায় রাস্তা! জানা গিয়েছে, তিনমাথার মোড়ে রাস্তায় ধস নামে।
এলাকাটি ঘিরে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের সাবি, দ্রুত ধস মেরামতি করা হোক ! এখনও পর্যন্ত কোনও খয়ক্ষতির খবর নেই! ট্রাফিকও স্বাভাবিক রয়েছে।
Be the first to comment