ফের ভূমিকম্প ৷ তাও রিখটার স্কেলে তার তীব্রতা ৬.৭ ৷ জানা গিয়েছে, ফিজির লামবাসাতে এই কম্পন টের পাওয়া যায়৷ যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ তবে এই কম্পনে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে কি না তা এখনও জানা যায়নি ৷
এদিকে, গত ১৬ নভেম্বর, সলোমন আইল্যান্ড৷ রিখটার স্কেলে তীব্রতা ৬.৬ ম্যাগনিটিউড ধরা পড়ে ৷ শুক্রবার সাউথ প্যাসিফিকে এই কম্পন টের পাওয়া যায় বলে জানায় ইউএসজিএস ৷ কম্পনের কেন্দ্রস্থল সলোমন আইল্যান্ডের কিরা কিরায় ৷
ভূগর্ভের ৩৩ কিলোমিটার গভীরে বলে উল্লেখ করা হয় ৷ তবে এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি ৷ এখনও অবধি সেখানে কোনও ক্ষয়ক্ষতির খবরও মেলেনি ৷ তবে কম্পনের জেরে বেশ কিছু বাড়িতে ফাটল ধরে যায় বলে খবর ৷
Be the first to comment