ইসলামপুর সরস্বতী বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীদের অন্য বিদ্যালয়ে স্থানান্তর করার বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের ডাকা বৈঠকে যোগ দিতে গিয়ে অভিভাবকদের চরম বিক্ষোভের মুখে পড়লেন জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি। বৈঠক ভেস্তে যাবার পর শিশু বিদ্যামন্দিরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেবার দাবিতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অভিভাবকরা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করেছে।
১৫ নভেম্বর ইসলামপুর সরস্বতী বিদ্যামন্দিরের অনুমোদন বাতিল করেছিল রাজ্য শিক্ষা দপ্তর।শিশু থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সরস্বতী শিশু মন্দির নামে আর ও একটি স্কুল চললেও এই স্কুলের সরকারি কোন অনুমোদন ছিল না। অনুমোদন বাতিল হওয়া স্কুলের ৯১ জন ছাত্র ছাত্রীর পঠনপাঠনের কোন সমস্যা না হয় তার জন্য স্কুল সংলগ্ন সরকারি স্কুলে তাদের ভর্তি ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে জেলা শিক্ষা দফতর।
আজ ১০ জন অভিভাবক নিয়ে ইসলামপুর মহকুমা শাসকের সভাকক্ষে বৈঠক ডেকেছিলেন জেলা বিদালয় পরিদর্শক।জেলা বিদ্যালয় পরিদর্শক ইসলামপুরে পৌছানোর আগে মহকুমা শাসকের দপ্তররের সামনে অসংখ্য অভিভাবক হাজির হন। জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি উপস্থিত হতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে আজকের সভা বাতিল করে দেন।জেলা শিক্ষা দপ্তর থেকে অভিভাবকরা সদুত্তর না পাওয়ায় বাধ্য হয়েই তাঁরা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন ।
অভিভাবকদের দাবি একটাই ইসলামপুর-ঈশ্বরপুর বিতর্কে তারা নেই। তাদের শিশু বিদ্যামন্দিরকে ফিরিয়ে দিয়ে স্কুলের স্বাভাবিক পঠনপাঠন চালু করতে হবে।জেলা বিদ্যালয় পরিদর্শক সুজিত মাইতি এবিষয়ে মুখ খুলতে রাজি হননি ৷
Be the first to comment