দ্বিতীয় দফার ভোটের আগেও ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ে। ছত্তিশগড়ের সুকমায় IED বিস্ফোরণে মৃত্যু হল এক DRG জওয়ানের। গুরুতর জখম নিরাপত্তা বাহিনীর তিন জওয়ান ৷ তারমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রথম দফার ভোটের আগে ও ভোটের দিন একাধিক হামলা চালিয়েছিল মাওবাদীরা। দ্বিতীয় দফার ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে।
কিন্তু সেই নিরাপত্তা বলয়ের মধ্যে হামলা চালিয়ে নিজেদের সদর্প উপস্থিতির প্রমাণ দিল মাওবাদীরা। রবিবার দুপুরে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সুকমা জঙ্গলে তল্লাশি অভিযানে শুরু করেন৷ জঙ্গলের ভিতর প্রবেশ করতেই মাওবাদীরা অতর্কিতে হামলা চালায়৷ শুরু দুই পক্ষের গুলির লড়াই৷ পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তা রক্ষীদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা৷ ঘটনায় গুরুতর জখম হন তিন জওয়ান৷ ২০ নভেম্বর দ্বিতীয় ও শেষ দফার ভোট ৭২টি আসনে। অথচ, সমস্তরকম নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে হামলা চালিয়েই যাচ্ছে মাওবাদীরা। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত ভোটাররা।
Be the first to comment