উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াবহ বাস দুর্ঘটনা। প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস। জানকী চোটি থেকে বিকাশ নগর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আরও দু’জনের।
জেলা শাসক আশিস চৌহ্বান জানিয়েছেন, আহতদের উদ্ধার করে চপারে করে দেরাদুনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনোও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা গিয়েছে।
অতিরিক্ত যাত্রী বহনের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেছিলেন। পরে পুলিস এবং উদ্ধারকারীরা কাজ শুরু করে। খাদে আরও দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আহতদের চিকিৎসা পরিষেবা খোঁজ খবর নিয়েছেন তিনি।
Be the first to comment