হিন্দুত্ব ও রাম মন্দির নিয়ে নিজেদের সুর আরও চড়ালো শিবসেনা

Spread the love
হিন্দুত্ব ও রাম মন্দির নিয়ে নিজেদের সুর আরও চড়ালো শিবসেনা। রবিবার এক বৈঠকে সেনা প্রধান উদ্ধব ঠাকরে স্পষ্ট করে দেন, যে তাঁর দলের প্রধান লক্ষ্যই হচ্ছে অযোধ্যায় রামমন্দির নির্মাণ। আর সেটা সরকার তৈরি হওয়ার আগে। নভেম্বরের ২৪ ও ২৫ তারিখ অযোধ্যায় যাওয়ার কথা উদ্ধব ঠাকরের। সেই ব্যাপারেই দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিবসেনা প্রধান।
সেখানেই তিনি স্লোগান তোলেন, ” হর হিন্দু কি ইয়েহি পুকার, প্যাহলে মন্দির ফির সরকার।” অর্থাৎ প্রত্যেক হিন্দু এটাই চায় যে সরকার তৈরির আগে মন্দির তৈরি করা হোক। ২০১৯ সালের নির্বাচনের আগে এটাই তাঁদের প্রধান দাবি থাকবে বলে জানিয়েছেন বাল ঠাকরে পুত্র।
মহারাষ্ট্র ও কেন্দ্র, দু জায়গাতেই বিজেপি’র জোটসঙ্গী শিবসেনা। কিন্তু তারপরেই অযোধ্যায় রামমন্দির নির্মাণ করার জন্য বিজেপির উপর অনেকদিন থেকেই চাপ দিয়ে আসছেন উদ্ধব ঠাকরে। গত মাসে দশহরার পর থেকে এই দাবি আরও প্রবল হয়েছে। বিজেপি’র ক্ষমতায় আসার পর ৪ বছর হয়ে গেছে। কিন্তু তারপরেও রামমন্দির নির্মাণ না করতে পারা বিজেপি’র ব্যর্থতা বলেই মনে করে শিবসেনা।
২৪ নভেম্বর এক ‘মহা আরতি’ করারও সিদ্ধান্ত নিয়েছেন উদ্ধব ঠাকরে। শুধুমাত্র অযোধ্যায় নয়, সারা দেশজুড়ে হবে এই ‘মহা আরতি।’ এই মহা আরতির সঙ্গে সঙ্গে ২৪ তারিখ অযোধ্যায় গিয়ে ‘সরযূ পুজাও’ করবেন শিবসেনা প্রধান। ঐ একই দিনে একই সময়ে গোটা দেশে যেখানে যত সেনা কর্মীরা রয়েছেন, তাঁদেরকেও এই পুজা করার নির্দেশ দিয়েছেন উদ্ধব ঠাকরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*