কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েছেন যোগী। এ বারের ভোটে অজিত যোগীর দল ছত্তীসগড় জনতা কংগ্রেস গাঁটছড়া বেঁধেছে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির সঙ্গে। পর্যবেক্ষকদের মতে, বেশ কয়েকটি আসনে দলিত ভোট নির্ণায়ক শক্তি। আর মায়াবতীর সঙ্গে থাকা দলিত ভোটকেই পুঁজি করতে চাইছেন ২০০০-২০০৩ পর্যন্ত দায়িত্ব সামলানো ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী। ২০টি আসনে হবে ত্রিমুখী লড়াই। কংগ্রেস, বিজেপি এবং যোগী-মায়ার জোট। অনেকের মতে, কোনও দল একক সংখ্যা গরিষ্ঠতা না পেলে সরকার গঠনের চাবিকাঠি চলে আসতে পারে যোগীর হাতে। যদিও আত্মবিশ্বাসী যোগী কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের ‘বহিনজি’কে পাশে বসিয়ে জানিয়ে দিয়েছিলেন, তিনিই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী।
দেড় কোটির বেশি মানুষ ভোট দেবেন এ দিন। বেলা একটা পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। লক্ষাধিক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে ৭২টি আসনের জন্য। হেলিকপ্টার, ড্রোনের মাধ্যে আকাশ থেকেও চলছে নজরদারি। প্রথম প্রথম চার ঘণ্টায় ২৫ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গিয়েছে।
Be the first to comment