বেলেঘাটা আইডি হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক রোগী! পুলিশ জানিয়েছে, ৪৮ বছরের ওই রোগীর নাম পিপলাই আশিস। তিনি ত্রিকোণ পার্ক এলাকার বাসিন্দা ছিলেন। হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
কিন্তু এই ঘটনায় বড় প্রশ্নের মুখে পড়ল হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। সূত্রের খবর, আশিসবাবু জ্বর ও বমি সংক্রান্ত রোগ নিয়ে বৃহস্পতিবার থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। আজ, মঙ্গলবার সকালে আশিসবাবু তাঁর ওয়ার্ড থেকে বেরিয়ে সোজা ছাদে উঠে যান এবং সেখান থেকে সটান ঝাঁপ দেন। তাঁর মাথা এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
মঙ্গলবার সকালে আশিসবাবুর শ্যালিকা সরস্বতী দাস জানিয়েছেন, “জামাইবাবু অসুস্থ ছিলেন। কিন্তু চিকিৎসার পরে সেরে উঠেছিলেন। কালই ওঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু গত কাল পরপর বেশ কয়েক বার বমি হওয়ায় তাঁকে আরও কয়েক দিন রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসক।” সরস্বতীদেবীর ক্ষোভ, “কী ভাবে ওয়ার্ড থেকে বেরিয়ে গিয়ে ছাদে উঠে জামাইবাবু ঝাঁপ দিয়ে দিলো কেউ দেখতে পেল না!”
Be the first to comment