নিউটাউনে ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার ৮। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র সহ ৫ রাউন্ড গুলি ও নগদ ৫০ হাজার টাকা। সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্তও। জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে দাবি পুলিসের। তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে নিউটাউন, রাজারহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা থেকে ৮জনকে গ্রেফতার করে পুলিস। তদন্তে উঠে আসছে সুপারি কিলার লাগিয়ে খুন করার অভিযোগ। রবিবার, পাথরঘাটার ব্যবসায়ী চঞ্চল মণ্ডল খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নিউটাউনে। দুষ্কৃতীরা বাইকে চড়ে আসে। অভিযোগ বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে এলাকা থেকে চম্পট দেয় তারা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় চঞ্চল মণ্ডলের। ঘটনার তদন্তে নেমে এক সুপারি কিলার সহ ৭ জনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিস।
Be the first to comment