মত পরিবর্তন শীর্ষ আদালতের। মঙ্গলবার সন্ধ্যাতেই হবে অলোক ভার্মার মামলার শুনানি। মঙ্গলবার সকালেই সিভিসি ও অলোক ভার্মার রিপোর্ট ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শুনানি দিন পিছিয়ে দিয়ে ২৯ নভেম্বর করা হয়। ক্ষুব্ধ বিচারপতি আরও বলেন, আপনারা কেউ শুনানির যোগ্যই নয়। প্রসঙ্গত সিভিসির মিশ্র রিপোর্টের প্রেক্ষিতে, অলোক ভার্মার উত্তর জানতে চায় আদালত। সেই মতো সোমবারের মধ্যেই তাঁকে উত্তর জমা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি গগৈ। সেসময় তিনি বলেন, মঙ্গলবার অপসারণ মামলার শুনানি হবে। কোনওভাবে সেই শুনানি পিছিয়ে দেওয়া যাবে না। যেভাবেই হোক সোমবার বিকেল ৪টের মধ্যেই উত্তর জমা দিতে হবে।
শেষপর্যন্ত সোমবার দুপুরের মধ্যেই সেই উত্তর জমা পড়ে। মঙ্গলবার সকালে শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানতে চান সিভিসির রিপোর্ট এবং অলোক ভার্মার রিপোর্ট সংবাদমাধ্যমে ফাঁস হল কী করে? তিনি কয়েকটি সংবাদমাধ্যমের কপিও ভার্মার আইনজীবীর হাতে তুলে দেন। প্রত্যুত্তরে ভার্মার আইনজীবী ফালি নারিমন জানান, বিষয়টি তাঁর জানা নেই। গোপনীয়তা মেনে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কিভাবে ফাঁস হল জানা নেই। উত্তরে শুনে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে বলেন, আসলে আপনারা কেউ শুনানির যোগ্যই নন। কিভাবে ফাঁস হল আমাদের জানান। প্রয়োজনে সময় নিন। সেই সঙ্গে শুনানির দিনও পিছিয়ে ২৯ নভেম্বর করা হয়। পরে যদিও সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
Be the first to comment