রাজ্যকে পরিষ্কার রাখতে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; পড়ুন!

Spread the love
পান-গুটখার পিক ফেলে যে নোংরা করবে, তাকেই করতে হবে পরিষ্কার এবং এই নোংরা করা আটকাতে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে সচিব পর্যায়ের বৈঠক করে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, এবার কোমর বেঁধে নামছে সরকার।
দক্ষিণেশ্বর স্কাই ওয়াক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, “মন্দির পরিষ্কার রাখা কর্তৃপক্ষের দায়িত্ব।” দু’দিনের মধ্যেই রানি রাসমণি স্কাইওয়াকের বিভিন্ন জায়গা পান-গুটখার পিকে ভরে গিয়েছিল। মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছে, যারা নোংরা করবে তাদের জরিমানা তো হবেই, পাশাপাশি ওই জায়গা তাকেই পরিষ্কার করতে হবে। এ বার শুধু দক্ষিণেশ্বর নয়, রাজ্যের সর্বত্র পিক ফেললেই কড়া শাস্তির মুখে পড়তে হবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “কত কষ্ট করে, পয়সা খরচ করে রাজ্যে সৌন্দর্যায়ন হচ্ছে। আর কিছু লোক সেগুলিকে নোংরা করছে”। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পরিচ্ছন্ন রাখার সচেতনতামূলক প্রচার চালানো হবে। পাশাপাশি নোংরা করলে নেওয়া হবে কড়া ব্যবস্থাও।
এদিন বৈঠকের শেষে সরকারের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠকে বলেন, এটা সরকারের কাছে চ্যালেঞ্জ। যদিও সরকারের তরফে কেউই এটাকে স্বচ্ছ বাংলা প্রকল্প বলছেন না। পরিচ্ছন্ন রাখার জন্য একটি উদ্যোগ হিসেবেই দেখছেন মন্ত্রী এবং আধিকারিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*