প্রতীকী ছবি,
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চৌমাথা মোড়ের ঘটনা।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ির সামনে বসেছিলেন তৃণমূল কর্মী টুলু শেখ। তিনি স্থানীয় তৃণমূল নেতা জাকির হোসেনের ঘনিষ্ট বলে এলাকায় পরিচিত। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা দুটি বাইক চড়ে গিয়ে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় টুলু শেখকে উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তৃণমূল কর্মীর অভিযোগ, সোশাল সাইটে মুখ্যমন্ত্রী ও জাকির হোসেনের ছবি শেয়ার করায় তাঁর উপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিস।
Be the first to comment