পাকিস্তানকে ১৪ কোটি ৬০ লাখ ডলারের অর্থসাহায্য বাতিল করে দিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা সহায়তা বাবদ এই সাহায্য এবছর বন্ধ করে দিয়েছেন। এর বেশি কোনও বাতিল করা অর্থের হিসেব জানানো হয়নি। মার্কিন নিরাপত্তা সহকারী সচিব ডেভিড সেডনে জানিয়েছেন, পাকিস্তানের ওপর আমেরিকার চূড়ান্ত হতাশাই এই সিদ্ধান্তের কারণ।
জানুয়ারি থেকেই পাকিস্তানের সামরিক সাহায্য বন্ধ করার প্রক্রিয়া চলছে। পাকিস্তান তাদের দেশে সন্ক্রাসবাদীদের দমন করে কোনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায়া রুষ্ট আমেরিকা। সন্ত্রাস বন্ধে সহয়োগিতার কিছু শুকনো আশ্বাস ছাড়া তারা কাজের কাজ কিছুই করেনি।
Be the first to comment