আবারও বড়সড় বাস দুর্ঘটনা ৷ এবারের দুর্ঘটনাস্থল কর্নাটকের মান্ডিয়া ৷ খালের জলে পড়ে গেল আস্ত একটি বাস। ঘটনার জেরে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ উল্লেখ্য, শনিবার সকালে কর্নাটকে এই দুর্ঘটনাটি ঘটে। মান্ডিয়ার পান্দবপুরা তালিকে কাংগানামারাদি গ্রামে। মৃতদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এদিন খালের পাশ দিয়ে বাসটি টার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতার সঙ্গে কাজ করছে উদ্ধারকারী দল। ইতিমধ্যেই সব রকম কাজ বাতিল করে ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।
Be the first to comment