কাশ্মীরের শোপিয়ান থেকে উদ্ধার প্রাক্তন স্পেশ্যাল পুলিশ অফিসারের বুলেটবিদ্ধ দেহ; পড়ুন!

Spread the love
শুক্রবার কাশ্মীরের শোপিয়ান থেকে বাশারাত আহমদ ওয়াগে নামে এক প্রাক্তন স্পেশ্যাল পুলিশ অফিসারকে অপহরণ করে নিয়ে গিয়েছিল জঙ্গিরা। তার কয়েকঘণ্টা পরেই মিলল তার বুলেটবিদ্ধ দেহ। কাশ্মীরে জঙ্গি দমনে একদন যুবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাদেরই বলা হয় স্পেশ্যাল পুলিশ অফিসার।
বাশারাত বাদে আরও দুজনকে এদিন জঙ্গিরা অপহরণ করে। তাদের নাম জাহিদ আহমেদ ওয়াগি ও রেয়াজ আহমেদ ওয়াগি। তাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে।  পুলিশের চরবৃত্তি করার অভিযোগে গত সপ্তাহে দুজনকে খুন করেছিল জঙ্গিরা। তাদের একজনকে গুলি করে মারা হয়। আর একজনের মুণ্ড কাটা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*