মোবাইলে ইনকামিং কলের জন্য পয়সা দিতে হবে এয়ারটেল, ভোডাফোন ও আইডিয়া গ্রাহকদের

Spread the love
খুব শীঘ্র মোবাইলে ইনকামিং কলের জন্য পয়সা দিতে হবে এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া কোম্পানির গ্রাহকদের।  রিলায়েন্স জিও বাজার ধরার জন্য ঝাঁপানোর পরে অন্যান্য টেলিকম সংস্থার আয় কমেছে। ফলে এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া স্থির করেছে, গ্রাহকদের থেকে আর আগের হারে অর্থ নিলে চলবে না। তাদের গ্রাহকরা আর লাইফ-টাইম ফ্রি ইনকামিং কলের সুবিধা পাবেন না।
ওই দুই টেলিকম সংস্থা অবশ্য মিনিট পিছু ইনকামিং চার্জ নেবে না। গ্রাহকদের রিচার্জ করার সময়েই একটা নির্দিষ্ট সময়ের জন্য ইনকামিং কলের টাকা দিতে হবে। এয়ারটেল কয়েকটি মিনিমাম রিচার্জ প্ল্যান চালু করেছে। তাদের ওয়েব সাইটে দেখা যায়, ৩৫, ৬৫ ও ৯৫ টাকার তিনটি রিচার্জ প্ল্যান আছে। তার ভ্যালিডিটি ২৮ দিন। ভোডাফোন-আইডিয়া স্থির করেছে একশ্রেণির গ্রাহকের থেকে মাসে ৩০ টাকা করে চার্জ করা হবে।
দুবছর আগে টেলিকম বাজারে জিও প্রবেশ করার পরে আগে থেকে যে সংস্থাগুলি ব্যবসা করছিল, তারা সংকটে পড়ে। ভোডাফোন ও আইডিয়ার সংযুক্তিকরণ হয়। আর কম এবং টাটা টেলি ব্যবসা গোটাতে বাধ্য হয়। কাজ হারান বহু কর্মী। বিভিন্ন সংস্থার মুনাফার হার কমতে থাকে। কয়েকটি সংস্থা দেউলিয়াও হয়ে যায়।
২০১৮ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে আরপু চার্ট অর্থাৎ গ্রাহক পিছু প্রাপ্ত রাজস্বের তালিকা অনুযায়ী সবার শীর্ষে আছে জিও। এয়ারটেল দুনম্বরে এবং ভোডাফোন আইডিয়া তিন নম্বরে। জিও-র মোট আয় হয়েছে ৬৮১ কোটি টাকা। একবছর আগে তাদের আয় ছিল ৬১২ কোটি টাকা। এয়ারটেলের আয় কমেছে ৬৫.৭ শতাংশ। ভোডাফোন আইডিয়ার লোকসান হয়েছে ৪৯৭৩ কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*