বৃহস্পতিবার সকালে মহানন্দা ক্যানেলের জল থেকে উদ্ধার হয় চারটি মর্টার। শুক্রবার মর্টারগুলি বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে দেয় সেনাবাহিনী। তার আগে মহানন্দা ক্যানাল সংলগ্ন ৩০০ মিটার এলাকা ফাঁকা করে দেওয়া হয়। বহু বাড়ি থেকে লোকজনকেও সরিয়ে দেওয়া হয়। তার পরেও শোনা যাচ্ছে, বেশ কয়েকটি বাড়ির টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কীভাবে মর্টারগুলি ওখানে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। আশপাশে কোনও সেনা ছাউনি বা ফায়ারিং রেঞ্জ নেই। গোয়েন্দাদের সন্দেহ, মর্টারগুলি বাংলাদেশে পাচারের ষড়যন্ত্র করা হয়েছিল।
মহানন্দা ক্যানেলের জলে তাজা মর্টার পাওয়ার পরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য দেখা যায়। ঘটনাস্থলে যায় পুলিশ, সিআইডি, সেনাবাহিনী ও বিএসএফ। সিদ্ধান্ত হয়, সেনাবাহিনী মর্টারগুলি নিষ্ক্রিয় করে দেবে। রাতে আলো জ্বালিয়ে সেগুলি পাহারা দেওয়া হয়।
শুক্রবার সকালে সেনাকর্মীরা সেখানে গিয়ে প্রথমে ক্যানেলে গর্ত করেন। মর্টারগুলির ওপরে বালির বস্তা চাপা দেওয়া হয়। চারটি মর্টারকে ফাটানো হয় একসঙ্গে। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কয়েক কিলোমিটার দূর থেকে আকাশে ধোঁয়ার কুণ্ডলি ও মাটি দেখতে পাওয়া যায়। তখনই আশপাশের কয়েকটি বাড়ির টিনের চাল ফুটো হয়ে যায়। তবে কেউ জখম হয়নি।
আশপাশে আরও মর্টার আছে কিনা জানার জন্য এদিনও তল্লাশি চালায় পুলিশ।
Be the first to comment