নরেন্দ্র মোদিকে সরাসরি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও; পড়ুন!

Spread the love
তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন আসন্ন ৷ তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি তোপ দাগলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ কিছুদিন আগে কংগ্রেস-বিজেপি ‘ভাই-ভাই’ বলার পর এবার প্রধানমন্ত্রীকে দ্ব্যর্থহীন ভাষায় নিশানা করলেন কেসিআর ৷ তাঁর সাফ কথা, মোদি ‘হিন্দু-মুসলিম রোগে আক্রান্ত’ !
২০১৪ সালে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর সেরাজ্যের মুসলিম সম্প্রদায়ের জন্য বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন চন্দ্রশেখর ৷ যার মধ্যে একটি হল কর্মক্ষেত্রে মুসলিমদের ১২ শতাংশ সংরক্ষণ ৷ বাস্তবে সেটা অবশ্য এখনও পর্যন্ত রূপায়িত হয়নি ৷ এর জন্য কেন্দ্রের দিকেই আঙুল তুলেছেন কেসিআর ৷ আগামী ৭ ডিসেম্বর রাজ্যে ভোট ৷ নির্বাচনের আগে জনসভায় এবার তাই সরাসরি মোদিকে বিঁধলেন তেলঙ্গানার বিদায়ী মুখ্যমন্ত্রী ৷
চন্দ্রশেখর বলেন, ‘‘ আমি মোদিজিকে প্রায় ৩০টা চিঠি লিখেছি, কিন্তু কখনও কোনও প্রতিক্রিয়া পাইনি। তেলঙ্গানার উন্নয়নে কেন্দ্রের কোনও নজরই নেই। নতুন রাজ্য হওয়ায় যে সুবিধা দেওয়া প্রয়োজন, তা কখনও দেয়নি কেন্দ্রীয় সরকার। ব্যক্তিগত ভাবে অনেকবার অনুরোধ করেছি। চিঠি লিখেছি প্রচুর। কিন্তু না শুনলে আর কী করব ! নরেন্দ্র মোদি হিন্দু-মুসলিম রোগে আক্রান্ত। অন্য কিছু ওঁর কানে ঢোকে না। সবাইকে সমান সম্মান দিতে জানেন না তিনি। সামান্যতম সহানুভূতি বোধটুকুও নেই। তবে আমরাও হাল ছাড়ছি না। যুক্তরাষ্ট্রীয় সরকার গড়াই আমাদের লক্ষ্য। তখন কেন্দ্রকে আমাদের দাবি মানতেই হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*