অন্ধ্রের বিধানসভা হবে সর্দার প্যাটেলের মূর্তির চাইতে উঁচুঃ চন্দ্রবাবু নাইডু

Spread the love

অন্ধ্রের বিধানসভা হবে সর্দার প্যাটেলের মূর্তির চাইতেই উঁচু। জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। গুজরাতে ‘স্ট্যাচু অব ইউনিটি’র উচ্চতা হচ্ছে ১৮২ মিটার। অন্ধ্রপ্রদেশের বিধানসভার উচ্চতা হবে আরও ৬৮ মিটার বেশি। দেখতে হবে অনেকটাই উল্টোকরে ধরা লিলি ফুলের মতো। ইতিমধ্যেই ভবনের নকশা জমা দিয়েছেন ব্রিটেনের স্থাপতি নরমা ফস্টার্স।

আরও জানা গেছে, ত্রিতল বিশিষ্ট ভবনটির ছাদে বসানো সুউচ্চ টাওয়ার। সবমিলিয়ে উচ্চতা হবে ২৫০ মিটার। মোটামুটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে এখন পা বাড়িয়েছেন অনেকেই। কদিন আগেই ১০০ মিটার উঁচু রামের মূর্তি গড়ার কথা ঘোষণা করেন যোগী। তারপরেই মহারাষ্ট্র সরকারের শিবাজীর মূর্তি। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন অন্ধ্রপ্রদেশের সরকারও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*