ক্রিকেট খেলা নিয়ে ধুন্ধুমার। ছোটদের একটি ক্রিকেট ম্যাচ নিয়ে দুদলের কথা কাটাকাটি থেকে মারামারি। তারপর বেপরোয়া গুলির বিনিময়ে ৭ জনের মৃত্যু। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ঘটনা। অ্যাবোটাবাদের গঢ়ি পুলগাম গ্রামে একটি পুলিশ চৌকিতে তাদের ছেলেদের খেলার ঝামেলা নিয়ে দু দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছিল। সেখানেই শুরু হয়ে যায় গুলির লড়াই। থানা চত্বর কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়।
ডেপুটি পুলিশ সুপার হাভেলিয়ান ইজাজ খান জানান, একদল গুলি ছোঁড়ার পর অন্য দলও গুলি চালাতে শুরু করে। দু দলই রীতিমতো অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়েই এসেছিল। দু পক্ষের সাতজন মারা গিয়েছে, আহত আরও একজন।
Be the first to comment