আবারও বিশ্বসেরা মেরি কম ৷ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতলেন মণিপুরি এই কন্যা ৷ ৪৮ কেজি ইউক্রেনের হান্না ওকহোতাকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বখেতাব তুলে নিলেন তিনি ৷
প্রথম রাউন্ডে মেরি শুরুটা দারুন করেন। তবে প্রতিপক্ষ বেশ কিছু আক্রমণাত্মক মুভ করলেও অ্যাডভান্টেজ ছিলেন ভারতীয় বক্সারই ৷ তৃতীয় রাউন্ডে ১০ সেকেন্ডের মধ্যে ম্যাটে পড়ে যান মেরি কিন্তু তারপর তাঁর জোরালো পাঞ্চের সামনে দিশেহারা হয়ে পড়েন ইউক্রেনিয়ান প্রতিপক্ষ ৷ ৫-০ স্কোরলাইনে বিপক্ষকে মাত দিয়ে প্রথম খেতাব জয়ের ১৬ বছর পরেও ফের একবার নিজেকে বিশ্বসেরা প্রমাণ করলেন তিন সন্তানের মা মেরি কম ৷ ৩৫ বছরের মেরি বিশ্বসেরা হয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন ৷
এদিন মেরি কমের সাফল্যে খুশি হয়ে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ষষ্ঠবার বিশ্বখেতাব জেতার জন্য মেরি কমকে অনেক শুভেচ্ছা। আমরা তোমার স্বর্ণালী সাফল্যের জন্য গর্বিত।
Be the first to comment