হাওড়া থেকে মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে মদ বিক্রির অভিযোগ চুক্তিভিত্তিক রেলকর্মীদের বিরুদ্ধে। তদন্তের আশ্বাস রেল কর্তৃপক্ষের। দুর্ঘটনা, ছিনতাই থেকে যাত্রী নিরাপত্তা, একাধিক কারণে প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা। এবার তাতে যুক্ত হল মদ বিক্রির অভিযোগ। চলন্ত দুরন্ত এক্সপ্রেসে রীতিমতো বেআইনি মদের পসরা সাজিয়ে বসেছেন চুক্তি ভিত্তিক রেলকর্মীরা। টাকা দিলেই মিলছে পছন্দ মত ব্র্যান্ড। আর তা গ্লাসে ঢেলে সাজিয়ে দিচ্ছেন রেলের কর্মীরাই।
এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ঘটনার তীব্র নিন্দা করেছেন সাউথ ইস্টার্ন রেলওয়ের সিপিআরও সঞ্জয় ঘোষ। ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা এড়িয়ে কীভাবে দিনের পর দিন চলছে এই কারবার? আর যেসব যাত্রী বেআইনি জেনেও চলন্ত ট্রেনে মদ কিনে পান করছেন, তাঁদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবে রেল? এখন সেই প্রশ্নই উঠছে।
Be the first to comment