ডাকসাইটে সুন্দরী ৷ নামজাদা অভিনেত্রী ৷ সৌন্দর্যে জয় করেছেন বিশ্ব ৷ বচ্চন বাড়ির বৌমা ৷ ঐশ্বর্যের নামের সঙ্গে জুড়েছে এমন অনেক তকমা ৷ নানা গুণে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের ৷ তাঁর সবকিছুই যেন ঝকঝকে ৷ এহেন সুন্দরীর যে এমন নাম থাকতে পারে, সেটা শুনে বেশ মজাই পাবেন !
খুব স্বাভাবিক, যে নামে তিনি বা বাড়ির সকলে ডাকেন অ্যাশ সুন্দরীকে, সেই নামই তো বলবেন ঐশ্বর্যের বৌদি ৷ ভক্তের এমন প্রশ্নের উত্তরে তিনি জানান যে ঐশ্বর্য রাই বচ্চন নন, ভাইঝি-ভাইপোরা তাকে গোলু মামি বলেই ডাকেন ও চেনেন ৷ ব্যাস ফাঁস হয়ে গেল বিশ্ব সুন্দরীর ডাকনাম-গোলু ! বুঝুন কান্ড ৷ ঐশ্বর্য স্লিম-ট্রিম, বিশ্বসুন্দরী ৷ তাঁরই নাম নাকি গোলু ! সাধারণত যারা একটু মোটাসোটা তাদেরকেই আদর করে গোলু নামে ডাকা হয় ৷
অনেক বলিউড সুন্দরীর ডাক নাম জানতেন ৷ যেমন করিশ্মার নাম লোলো, করিনার নাম বেবো, কঙ্কণা নাম কোকো ৷ সেই সঙ্গেই জেনে গেলেন ঐশ্বর্যের নাম গোলু !
অ্যাশ সুন্দরীর এই মজার ডাকনামটি সামনে এনেছেন তাঁর বৌদি , শ্রীমা রাই ৷ শ্রীমা নিজেও জিতেছেন সুন্দরীর শিরোপা ৷ মিস ইন্ডিয়া রানার্স হয়েছিলেন তিনি ৷ ফ্যাশন ব্লগার শ্রীমার ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে তাঁর ননদ অ্যাশের ডাকনামটি ৷ ভক্তদের জন্য প্রশ্ন-উত্তর পর্ব চলছিল ৷ এমন সময় একজন জিজ্ঞাসা করেন যে কীভাবে নিজের সন্তানদের কাছে তাদের পিসির পরিচয় দেন শ্রীমা ? তারা কি জানে যে তাদের পিসি ঐশ্বর্য এতটা জনপ্রিয় ৷ ঐশ্বর্যের প্রসঙ্গে বলতে গিয়েই তাঁর বাড়ির নামটাই ব্যবহার করেন শ্রীমা।
Be the first to comment