অস্ত্র আইনে ধরা পড়েছিল বছর সাতাশের যুবক পবন কুমার সিং। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তোলাবাজিরও। ঠাঁই হয়েছিল ঔরঙ্গাবাদের জেলে। কিন্তু জেলের মধ্যে অত্যন্ত ভদ্র ব্যবহার করত পবন। আর তাই ভদ্র ব্যবহারের জন্যই গান্ধী জয়ন্তীর দিন জেল থেকে ছাড়া পেয়েছিল সে। কিন্তু প্রবাদে আছে স্বভাব কিছুতেই বদলায় না। পবনের ক্ষেত্রেও হলো তাই। জেল থেকেই বেরিয়ে ফের দেড় মাসের মধ্যেই আবার জেলে ফিরলো সে। এ বার অভিযোগ খুনের। তাও একটা নয়। দু-দু’খানা খুন করেছে পবন।
জেল থেকে ছাড়া পেয়েই পবন জানতে পেরেছিল মহম্মদ শাফিক নামের এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তার স্ত্রীর। এই শাফিক আবার সাসারাম জেলে পবনেরই সঙ্গী কয়েদি ছিল। খবর পাওয়ার পর থেকেই তক্কে তক্কে ছিল সে। তার অনুপস্থিতিতে স্ত্রী অন্য সম্পর্ক গড়েছে এটা জানার পরেই শাফিককে খতম করার সিদ্ধান্ত নিয়ে নেয় পবন। চলতি মাসের ৪ তারিখ শাফিক এবং তার এক তুতো ভাই মহম্মদ গদ্দিকে নিয়ে একসঙ্গে গ্রামে বেড়াতে যায় পবন। সেখানেই শাফিককে গুলি করে খুন করে পবন। রেহাই পায়নি গদ্দিও। কাছেই পুকুরে নিয়ে গিয়ে তাকে চুবিয়ে মারে পবন।
প্রাথমিক ভাবে এই দুই খুনের কোনও কিনারা করতে পারেনি পুলিশ। তবে শাফিকের ফোন ঘেঁটে উদ্ধার হয় পবনের স্ত্রীর নম্বর। এরপরেই সামনে আসে আসল ঘটনা। ১৮ নভেম্বর জোড়া খুনের দায়ে গ্রেফতার হয় পবন কুমার সিং। পাঠানো হয় ঔরঙ্গাবাদের সেই জেলেই যেখান থেকে ‘ভালো ব্যবহার’ করার জন্য ছাড়া পায় পবন।
Be the first to comment